3 Boishakh 1427 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২০
Home / শোক সংবাদ / শোক সংবাদ

শোক সংবাদ

downloadবি, বাড়ীয়া জেলার কসবা উপজেলার আড়াই বাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুর রব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতরাত ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে হাসপাতালে নেওয়ার পথে  মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর ।
তিনি তাঁর স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
মরহুমের জানাজা আজ বাদ জোহর আড়াই বাড়ী দরবার শরীফের মাঠে অনুষ্ঠিত হবে শেষে আড়াই বাড়ী কবরস্থানে দাফন করা হবে।

মরহুম আব্দুর রব এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের কুয়েত প্রতিনিধি এবং বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এর চাচা শ্বশুর।

আরও পড়ুন...

কুয়েত প্রাবাসী স্বনামধন্য তবলা বাদক চাঁদ চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে।

কুয়েত প্রাবাসী স্বনামধন্য তবলা বাদক চাঁদ চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে। বেশ কিছুদিন থেকে …