29 Chaitro 1426 বঙ্গাব্দ রবিবার ১২ এপ্রিল ২০২০
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শীর্ষ সংবাদ / আপনি জাতীয় নির্বাচনে দুইবার পরাজিত হয়েছেন : নজরুল

আপনি জাতীয় নির্বাচনে দুইবার পরাজিত হয়েছেন : নজরুল

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আপনার মুখে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি করা সাজে না। তাছাড়া আপনি প্রধানমন্ত্রীর মুখে বরিশালের উন্নয়নের রূপকার মজিবুর রহমান সরোয়ারের বিরুদ্ধে কথা বলাও বেমানান। মজিবুর রহমানকে জনগণ ভালবাসে আর তাই সে পাঁচবার নির্বাচিত হয়েছেন। পরাজয়ের ছাপ তার মধ্যে নেই। কিন্তু আপনার মধ্যে আছে। আপনি জাতীয় নির্বাচনে দুই বার পরাজিত হয়েছেন। শনিবার ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরাম, বরিশাল বিভাগ আয়োজিত জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে ২১ মার্চ বরিশালের জনসভায় শেখ হাসিনার অসত্য, মিথ্যাচার ও মজিবুর রহমান সরোয়ারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শাহ আলম�র সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাও. নেসার উদ্দিন, বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।

আরও পড়ুন...

কুয়েতে ফ্রাইডে মার্কেট বন্ধের ঘোষণা

কুয়েতে শুক্রবার থেকে ফ্রাইডে মার্কেট (সুক জুমা) বন্ধ অনির্দিষ্টকালের জন্য। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সংক্রমণের …