25 Chaitro 1426 বঙ্গাব্দ বুধবার ৮ এপ্রিল ২০২০
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কুয়েত / বসন্তের আকাশে ফাল্গুনী হাওয়া বাঙালীর মনে রঙের দোলা

বসন্তের আকাশে ফাল্গুনী হাওয়া বাঙালীর মনে রঙের দোলা

বসন্তের আকাশে ফাল্গুনী হাওয়া যেন বাঙ্গালীর মনে রঙের দোল রাঙ্গিয়ে দেয়।
বাংলাদেশের প্রকৃতি বড়ই চমত্কার। এই প্রকৃতির সাথে মিশে আছে বাংলাদেশীদের মন। হোক তা দেশে বা বিদেশে। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন বাংলাদেশীরা তাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি চর্চায় মোটেই কার্পণ্য করে না। যে যার মতে আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠানের, এর কতটির খবর আমরা জানি।


১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার ফান্তাস পার্কে

২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি দিনটি ছিলো অন বছরের চেয়ে আলাদা। একদিকে বসন্তের শুরু অন্যদিকে ভালবাসা দিবস। দিনটি স্মরণীয় করে রাখতে কুয়েত প্রবাসী বাংলাদেশি বেশ কিছু পরিবার মিলে ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার ফান্তাস পার্কে
রঙ বেরঙের শাড়িতে বাসন্তী সাজে ফাল্গুনী উৎসবের আয়োজন করে।


১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার ফান্তাস পার্কে (1)

তারা বলেন, কুয়েতে প্রবাসী পরিবারগুলো মিলে আমরা প্রতিবছরই চেষ্টা করি ফাল্গুন উৎসব আয়োজন করতে। এতে করে প্রবাসে বসবাসরত আমাদের ছেলে মেয়েদের মধ্যে বাঙ্গালীর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধারণা দেয়া যায় ।


১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার ফান্তাস পার্কে (1)

বাংলাদেশের বিভিন্ন জেলার হয়েও প্রবাসের মাটিতে সবাই একসঙ্গে গল্প আড্ডায় মেতে উঠে এবং একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার চেষ্টা করেন।

আরও পড়ুন...

কুয়েতে ইসলামী ঐক্য সংস্থার সমাবেশ

কুয়েতের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী ঐক্য সংস্থা কুয়েতের উদ্যোগে চেবদী আই পিসি মিলনায়তনে …