ভারতে মহামারী করোনাভাইরাস সংক্রমণের হার ভয়াবহ আকার ধারণ করায় অক্সিজেনের সঙ্কট তৈরি হয়েছে। বিশ্বে যেসব দেশে এখন অক্সিজেনের চাহিদা বেশি সেসব দেশের তালিকায় আছে ভারত। ভারত ছাড়াও অক্সিজেনের চাহিদায় বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে ব্রাজিল ও তুরস্ক।
সম্প্রতি বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ইন হেল্থ (পাথ) এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা। এতে দেখা যায়, ৭ ঘনমিটার আয়তনের একটি স্ট্যান্ডার্ড আকারের সিলিন্ডার ভারতে একদিনে দরকার ১৯ লাখ ৩২ হাজার ২৯৭টি।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের দৈনিক তিন লাখ ৮৭ হাজার ৭১৪টি সিলিন্ডার প্রয়োজন। আর তৃতীয় স্থানে থাকা তুরস্কের দৈনিক চাহিদা তিন লাখ ৪১ হাজার ৭১০টি সিলিন্ডার।
তালিকার শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো আর্জেন্টিনা, ইরান, কলম্বিয়া, ইউক্রেন, ফিলিপাইন, রাশিয়া ও পেরু।
এদিকে, বাংলাদেশে চলতি এপ্রিল মাসের শুরুতেও দৈনিক প্রায় এক লাখ ঘনমিটার অক্সিজেনের প্রয়োজন ছিল। তবে বর্তমান সময়ে সেই চাহিদা তিন গুণ বেড়ে দৈনিক প্রায় তিন লাখে পৌঁছায়। বাংলাদেশ দৈনিক প্রায় এক ৫৯ হাজার ৮৩৬ ঘনমিটার অক্সিজেনের বন্দোবস্ত করতে পারছে।
Discussion about this post