ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে ফেলে ৩ জনকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আবু ছালেক সেলিম। ইতিমধ্যে তার লাশ ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। তবে ঘটনার ৬দিনেও পুলিশ এ হত্যা রহস্যের কুলকিনারা করতে পারেনি। তবে গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইল এলাকা থেকে মোঃ শামীম প্রকাশ তুতলা শামীম নামে ১ যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তোতলা শামীম মৌড়াইল গ্রামের বাসিন্দা। তার ৫ দিনের রিমান্ড চেয়ে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়। আখাউড়া রেলওয়ে থানার পুলিশ জানায়, শামীমকে তার নিজ এলাকা উত্তর মোড়াইল থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের জড়িত থাকার কথা সে অস্বীকার করেছে। রিমান্ডে থাকা আনোয়ার বিভিন্ন তথ্য দিলেও নিজেকে আড়াল করতে চাইছে। তার দাবি মাস-সাতেক আগের একটি ঘটনায় সে জড়িত থাকলেও এ ‘পেশায়’ এখন আর নেই। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, জড়িতদের শনাক্ত করতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সন্দেহভাজনদের গ্রেপ্তার করা গেলে রহস্য উদঘাটন করা যাবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন থেকে পাঁচ যাত্রীকে ফেলে দেওয়া হলে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা হলে পুলিশ এ পর্যন্ত ২জনকে গ্রেপ্তার করেছে।
Discussion about this post