Home / দেশ / সারাদেশ / অধ্যক্ষ এ আর শামসুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাবে স্মরণসভা ও স্মৃতি পুরস্কার প্রদান

অধ্যক্ষ এ আর শামসুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাবে স্মরণসভা ও স্মৃতি পুরস্কার প্রদান

মোবারক বিশ্বাস পাবনা প্রতিনিধিঃ পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ, পাবনা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, কৃতি ক্রীড়াবিদ ও সমাজ সেবক অধ্যক্ষ এ আর শামসুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন, সভার উদ্যেক্তা ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শিবজিত নাগ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, অ্যাডভোকেট গোলাম হাসনায়েন, বিশিষ্ট কলামিস্ট রনেশ মৈত্র, প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, শিক্ষাবিদ মির্জা শহিদুল ইসলাম, অধ্যাপক শাহনেওয়াজ সালাম, অধ্যাপক মনোয়ার হোসেন জাহেদী, সরকারী এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. বজলুর রহমান, ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ একেএম সিরাজুল ইসলাম, অধ্যাপক দাইয়ান উদ্দিন খান, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ ইকবাল, পাবনা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আকতার জামান প্রমুখ। স্মরণসভা শেষে সরকারী মহিলা কলেজের ৬ কৃতি শিক্ষার্থীকে অধ্যক্ষ এ আর শামসুল ইসলাম স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলো, একাদশ শ্রেণীর ছাত্রী সাদিয়া বিনতে মাহমুদ, আশরাফী রহমান, জাহরুল জান্নাত, মিতুল আফসানা, মৌসুমী আক্তার ও সুস্মিতা ঘোষ।

আরও পড়ুন...

পিতৃ পরিচয়ের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছে মুক্তিযোদ্ধা পরিবারের এক বিধবা নারী

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: অবৈধ পুত্র সন্তানের পিতৃ পরিচয়ের দাবীতে সমাজের গন্যমান্য ব্যক্তিদের কাছে ধন্না …

error: Content is protected !!