কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার তালজাঙ্গা গ্রামের নিবাসী অরিয়েন্ট ড্রেসেস লিঃ এর শ্রমিক রফিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার, বিচার ও শাস্তির দাবিতে গতকাল ৩১ অক্টোবর সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। সংবাদ সম্মেলনে মাদারল্যান্ড গার্মেন্টস ফেডারেশনের সভাপতি সালেহা ইসলাম সান্তনা, রেডিমেড গার্মেন্টস ওয়ার্ক ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক লীগ এর সভাপতি মোঃ আনিসুর রহমান, বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম এর সদস্য সচিব জাকির হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান গত ১৩ মার্চ ২০২০ ইং অরিয়েন্ট ড্রেসেস লিঃ এর কর্তৃপক্ষের আয়োজনে শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সিংরাইল গ্রামে কোম্পানীর মালিকাধীন গ্রিণ ভিলেজ পার্কে পিকনিক চলাকালীন সময় তাজ ট্রান্সপোর্ট নামে মিনি সার্ভিস বাসের ভিতর ঢুকে গার্মেন্টস কর্মকর্তা শরীফ, মিজানুল হক, ইকবাল হোসেন ও লিটন সংঘবদ্ধ হয়ে গার্মেন্টস শ্রমিক রফিকুল ইসলামকে নির্যাতন ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ ব্যাপারে নিহত রফিকুল ইসলামের মা কুলসুমা বেগম গত ১৪ মার্চ ২০২০ ইং তারিখে ত্রিশাল থানায় ৪ জনকে আসামী করেুৃ একটি মামলা দায়ের করেন যার নং- ২১(৩)২০, ত্রিশাল জি.আর.নং- ১০৪/২০২০।
Discussion about this post