Home / কুয়েত / আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সম্মেলনে বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তানদের নির্বাচিত করায় কুয়েত প্রবাসী অভিনন্দন

আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সম্মেলনে বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তানদের নির্বাচিত করায় কুয়েত প্রবাসী অভিনন্দন

শেখ এহছানুল হক খোকন, কুয়েত ব্যুরো-বৃহত্তর ফরিদপুর জনকল্যান সমিতি কুয়েতের উদ্যোগে এক আলোচনা ও অভিনন্দন সভা আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির ২০ তম জাতীয় সম্মেলনে সভাপতি মন্ডলীর সদস্য ফারুক খান এমপি, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম কে নির্বাচিত করায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ করে জননেত্রী, দেশরত্ম ও দলের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও বঙ্গবন্ধু পরিষদ কুয়েত’র সভাপতি শেখ আকরামুজ্জামান, সঞ্চালনা করেন সদস্য সচিব নূরুল ইসলাম। শরিয়তপুর, বোয়ালমারী, ফরিদপুর, মাদারীপুর সহ বিভিন্ন অঞ্চলের ফরিদপুরের প্রবাসীরা উপস্থিত হন। উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন নেতৃবৃন্দদের মধ্যে এম আজাদুর রহমান, হাসান, নূরুল হক, মাহামুদুর রহমান, আজিজুল হক, জাহিদ, মশিউল আলম, ইবাল হোসেন সহ অসংখ্য ফুরিদপুরবাসী। আলোচনায় বক্তারা জননেত্রীর হাতকে শক্তিশালীর পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের বিনির্মানে আগ্রনী ভূমিকা সহ দলকে আরো শক্তিশালী করতে অগ্রনী ভূমিকা রাখবেন নির্বাচিত সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান, এনামুল হক শামীম ও ফারুক খান এমপি। তারা বলেন অসংখ্য ফরিদপুরের কৃতি সন্তানেরা পূর্বে এবং বর্তমান কমিটিতে বিশেষ ভূমিকার পাশাপাশি মিশন ২০২১ কে প্রতিষ্ঠিত করবেন বলে বদ্ধ পরিকর।

About admin

আরও পড়ুন...

কুয়েতে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটি সহ বিদেশে বাংলাদেশ দূতাবাস …

error: বাংলার বার্তা থেকে আপনাকে এই পৃষ্ঠাটির অনুলিপি করার অনুমতি দেওয়া হয়নি, ধন্যবাদ