ব্রাহ্মণবাড়িয়া : দেশ বরেণ্য আইনজীবী আনিসুল হকের উদ্যোগে গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কম্বল বিতরণ করা হয়েছে। ওই আইনজীবীর পক্ষে গতকাল উপজেলার ধরখারে কম্বল বিতরণ করেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম হেলাল, ইউনুস চৌধুরী, ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাফিকুল ইসলাম শাফি, জাহঙ্গীর মোল্লা, নূরুল হুদা প্রমুখ। এর আগে কসবায়ও ওই আইনজীবীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আখাউড়া উপজেলায় মোট ২০০০ কম্বল বিতরণ করা হবে। উল্লেখ্য অ্যাডভোকেট আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন চাইতে পারেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তাঁর বাড়ি কসবা উপজেলায়।
Discussion about this post