Home / দেশ / আখাউড়ায় নম্বর বিহীন ১০ মোটরসাইকেল আটক

আখাউড়ায় নম্বর বিহীন ১০ মোটরসাইকেল আটক

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়ায় নম্বর ও রেজিঃস্টেশন বিহীন ১০ মোটরসাইকেল আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌরশহরের খরমপুর বাইপাস সড়কে পুলিশ চেকপোষ্ট বসিয়ে এসব নম্বর বিহীন মোটরসাইকেল আটক করে। পরে পুলিশ আটক মোটরসাইকেলগুলো থানায় নিয়ে আসে। আখাউড়া থানার এসআই কাঞ্চন কান্তি দাশ আমার দেশকে জানান, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সীমান্তবর্তী আখাউড়া উপজেলায় কয়েক শতাধিক মোটরসাইকেল অবাধে বিচরণ করছে। নম্বর বিহীন এসব যানবাহন আটকের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশ ছিল। অভিযান চলাকালে চালকরা সঠিক কাগজপত্র দেখাতে না পারায় আমরা মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় নিয়ে আসি। এদিকে, থানা পুলিশের একটি সূত্র জানায়, আটক মোটরসাইকেল গুলো ছাড়িয়ে নিতে স্থানীয় আ’লীগের এক নেতা ও থানার দুই চিহ্নিত দালাল জোর তদবির চালাচ্ছে।

About

আরও পড়ুন...

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে

দাতা সংস্থা সিডিডি ও সিবিএমের সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) …