ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক সংবাদিককে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যায় দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি সমীর চক্রবর্তীকে মারধরের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গুরুতর আহত সাংবাদিক সমীর চক্রবর্তী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আহত সাংবাদিক সমীর জানান, সন্ধা ৬টার দিকে আখ্উাড়া উপজেলা সদরের রাধানগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে আলামিন তাকে বাসা থেকে ডেকে এনে এলোপাথাড়ি মারধর শুরু করে। তার ধারণা আখাউড়া রেলওয়ে স্টেশনের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে শনিবার সকালে মানববন্ধন করার সময় আলামিন কয়েকবার তার কাছ থেকে মাইক্রোফোনের মাউথ ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। তাকে মাউথ না দেওয়ায় সে দেখে নেওয়ার হুমকি দেয়। সম্ভবত এতে ুব্দ হয়ে কারো উস্কানীতে আলামিন তাকে মেরেছে। এদিকে অভিযোগ পেয়ে আখাউড়া থানা পুলিশ আলামিনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন...
ব্রাহ্মণবাড়িয়ায় সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্মারকলিপি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কারসহ স্থগিত সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে জেলা প্রশাসকের …