সিহাব; শ্রীপুর, গাজীপুর : গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে আগুনে শ্রমিকদের ভাড়া করা ৪০টি বসতঘর পুড়ে গেছে। এর মধ্যে ২৫টি আধা পাকা ও ১৫টি টিনের কাঁচা ঘর। ২৮ জুলাই রোববার দুপুর সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘরগুলোতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা ভাড়া থাকতেন।
এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন, এস.কে.বি স্টীল কোস্পানীর আরিফ হোসেন (৩০) ও আলম হোসেন (৩০)। অপরদিকে, আগুনের খবর সংগ্রহ করে ফেরার পথে আহত হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন- এমদাদুল হক (৩৫) ও হোসাইন আলী বাবু (২৮)। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল জানান, বৈরাগীরচালা গ্রামের আফজাল হোসেন ভুঁইয়ার ৪০টি ঘর আগুনে পুড়ে ভস্মীভুত হয়। এর মধ্যে ২৫টি সেমি পাকা ও ১৫টি কাাঁচা ঘর। তিনি ৫০টি ঘর নির্মাণ করে চারটি নিজে ও অন্যান্য ঘরগুলো পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন।আহত ভাড়াটিয়া আরিফ জানান, দুপুর তিনটার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে। আগুনের খবরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৪০টি ঘর পুড়ে যায়। বিভিন্ন ঘরে থাকা পাঁচটি ফ্রিজ, ২৫টি টেলিভিশন, খাট, আলমিরাসহ আসবাব পুড়ে ছাই হয়ে যায়।গাজীপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর শোনামাত্র ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Discussion about this post