বাংলার বার্তা: আজ মধ্যপ্রাচ্যের অন্যান দেশের সাথে কুয়েতেও পবিত্র রমজান মাসের প্রথম রোজা পালন করছেন ধর্মপ্রান মুসলিম উম্মাহ। গত কাল রোববার মাগরিবের পর কুয়েতে চাঁদ দেখা গেছে। এর পর থেকে স্থানীয় বিভিন্ন মিডিয়া ও সামাজিক মাধ্যমে গুরুত্বের সাথে প্রচার হয়েছে পবিত্র রমজানের আগমনের বার্তা। কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও পবিত্র নগরী সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজসোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে । পবিত্র রমজান মাসআগমনে কুয়েত এর মহামান্য আমির শেখ সাবাহ আল-আহমেদআল-জাবের আল-সাবাহ দেশটির নাগরিক ও প্রবাসীদের অভিনন্দনজানান।
Discussion about this post