জুবায়ের আহমেদ জাবেদ ,নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের এক পরিচিত মুখ |দেলপাড়া গ্রামের happy club নামক সংগঠনের তরুণদের সাথে নিয়ে তিনি করে যাচ্ছেন জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজ |গরীব দুঃখী মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন বহুবার |নিজ অর্থায়নে তিনি করে যাচ্ছেন স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম,ঈদ উৎসবে অসহায় মানুষদের সাহায্য করা এবংবন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সহ আরও অনেক কাজে তিনি হয়েছেন প্রশংসিত | জীবনের বাকিটা সময় তিনি থাকতে চান জনগণের পাশে |সে জন্য দরকার তার একটি শক্ত অবস্থান | দরকার একটি রাজনৈতিক দল |ছোটবেলা থেকেই তিনি ভালোবাসেন শহীদ জিয়াউর রহমানকে | সেই সুবাদে বিএনপি তার পছন্দের দল |
Discussion about this post