Home / দেশ / আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য আদায়ে উদ্যোগ নেয়া হয়েছে

আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য আদায়ে উদ্যোগ নেয়া হয়েছে

আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ের অঙ্গিকার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর অধিকার আদায়ে এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধান মন্ত্রী তিনি। সকালে বরিশালে নৌ-বন্দর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। নদীর স্বাভাবিক গতিপথ ঠিক রাখতে অবকাঠামো নির্মানের ক্ষেত্রে সর্তক হওয়ার পাশাপাশি শুস্ক মৌসুমেও নদী-খাল বিলে পানি ধরে রাখার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের নদনদীর নাব্য ফেরাতে সরকার একদিকে নদী খনন করছে। নদী ভরাট করে অবৈধ স্থাপনা গড়ার চেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলেও হুশিয়ার করে দেন তিনি।

আরও পড়ুন...

বেনাপোলে বন্দর শ্রমিকের বাড়ি থেকে ২০ টি ককটেল জব্দ করেছে বিজিবি

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মরত শ্রমিকের বাড়ি থেকে ২০ টি তাজা ককটেল …