ইন্টারন্যাশনাল ডেস্ক: (কাবুল, ২০ জানুয়ারি)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ বিদেশি সেনা নিহত হয়েছে।
ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনীর মুখপাত্র শুক্রবার এ খবর জানান।
ওই মুখপাত্র বলেন, “হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই আকাশযানটি দুর্ঘটনাকবলিত হওয়ার সময় ওই এলাকায় শত্রু পক্ষের কোনো তৎপরতা ছিল না।
দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুঃখজনক এই খবরটি জানানোর আগে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকৃতি জানান ওই মুখপাত্র।
গত বছরের অগাস্টে আফগানিস্তানের পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২২ মার্কিন নেভিসিল কমান্ডোসহ ৩০ সেনা নিহত হওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা।
Discussion about this post