মামুর উল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে: দেশের সীমানা পেরিয়ে প্রবাসের মাটিতে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশের বহুল জনপ্রিয় টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশনের ৪র্থ বর্ষপূর্তি উৎসব। দিগন্ত টেলিভিশনের সংযুক্ত আরব আমিরাত দর্শক ফোরাম গতকাল ৩০ আগষ্ট বর্ষপূর্তির কেক কাটার মাধ্যমে সূচনা করা হয় এ উৎসবের।আমিরাতের রাজধানী আবুধাবীর একটি হোটেলে দিগন্ত টেলিভিশনের আমিরাত প্রতিনিধি মামুর উল্লাহ’র সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের আবুধাবী আহবায়ক ও আবুধাবীস্থ বাংলাদেশ ইসলামিইয়া স্কুল এন্ড কলেজের সদস্য ব্যবসায়ী আব্দুস সালাম তালুকদার,ফোরামের মোসাফফাহ শাখার আহবায়ক মরিয়ম গ্যারেজের মালিক আব্দুল কুদ্দুছ খালেদ,আবুধাবী বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন খতিব,চ্যানেল আই আবুধাবী প্রতিনিধি সাবের আহমেদ রিজভী,ক্যানক্যান ট্রাভেলস’স মালিক জানে আলম,আবুধাবী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেব আলী, ব্যবসায়ী বশির আহমেদ,মোছাফফাহ সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন,তৌহিদুর রহমানসহ প্রবাসী কমিনিউটি নেতা ও সকল পেশার লোকজন উপস্থিত ছিলেন। ক
অনুষ্ঠান শেষে দিগন্তের কাছে তাদের চাওয়া-পাওয়ার কথা তুলে ধরেন। সত্য ও সুন্দরের পক্ষে দিগন্ত টিভি শ্লোগান নিয়ে সৃষ্টিলগ্ন থেকে যেভাবে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে আসছে তা যেন ভবিষ্যতেও অব্যহত থাকে এমন প্রত্যাশার কথা জানান।দিগন্ত টেলিভিশনের ভূয়াসী প্রশাংসা করে প্রবাসীরা আরো বলেন, দিগন্ত একমাত্র চ্যানেল যাতে প্রচারিত সকল অনুষ্ঠান পরিবারের সদস্যদের নিয়ে দেখতে কোন সমস্যা হয়না । দিগন্ত টেলিভিশনের সুন্দর ভবিষ্যত ও দেশ এবং জাতির
সুখ-শান্তি,সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
Discussion about this post