ব্রাহ্মণবাড়িয়া : বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক নিয়ে দ্বন্ধ ও আধিপত্য বিস্তারের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দলের সংঘর্ষে ১জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাংচর করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার আড়াইসিধা গ্রামে। নিহতের নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি আড়াইসিধা গ্রামের বাসিন্দা আড়াইসিধা কে.বি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান আব্দুল হাইয়ের সমর্থক। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রনের চেষ্টা করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দূর্নীতির মাধ্যমে আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ের ১২ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন গত বছরের ৯ই মার্চ পুলিশ প্রহরায় স্কুল ত্যাগ করেন। এরপর গত ১ বছর তিনি স্কুলে আসেননি। পরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাইকে প্রধান আসামী করে তিনি একটি মামলা দায়ের করেন। এ নিয়ে গত শনিবার সকালে বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। এসময় শিক্ষক শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়। অভিযোগ আছে এ হামলায় নেতৃত্ব দিয়েছেন প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন। এসব ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় দুই শিক্ষকের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাইফুল ইসলাম বল্লমবিদ্ধসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালান। আশংকাজনক অবস্থায় সাইফুল ইসলামকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যায় ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহতরা জেলা সদর হাসপাতালসহ আশুগঞ্জের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, রাত ৮টা এখনো সংঘর্ষ চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছি।
Discussion about this post