ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। গত রবিবার রাতে ঝড়ো আবহাওয়ার কারণে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের ২৩০ কেভি কারেন্ট ট্রান্সফরমারে ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ কেন্দ্রের ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট, প্রতিটি ৫৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-১, জিটি-২ এবং ৩৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এসটি ইউনিট। এছাড়া অনেক আগ থেকেই ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। ফলে বর্তমানে সেখানকার মোট ৯টি ইউনিটের মধ্যে ৫টির উৎপাদন বন্ধ রয়েছে। এ অবস্থায় ৭৭৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দে জাতীয় গ্রীডে বর্তমানে ২৭৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। সূত্র মতে,বর্তমানে চালুকৃত ৪টি ইউনিট থেকে প্রায় ৪’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। চালুকৃত ইউনিটগুলো হলো প্রতিটি ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট ৩নং ইউনিট, ৪নং ইউনিট, ৫নং ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিণ ইউনিট। এ ব্যাপারে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম বলেন, বন্ধ ইউনিট গুলো চালু করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Discussion about this post