ইতালি থেকে কামরুল হাসান নাজমুলঃ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ইতালির মিলানে “ মিলান বিএনপি ” বাংলাদেশ দুতাবাস ঘেরাও কর্মসুচি পালন করেছে । ৩১ অক্টোবর ২০১৩, সকাল ১১ টায় মিলান দুতাবাস অফিস সম্মুখে এই কর্মসুচি পালিত হয় । বিএনপির সভাপতি খান এমদাদ হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনির এর পরিচালনায় ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখেন মিলান বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি আব্দুল মান্নান, সাংঘটনিক সম্পাদক হারুন উর রশিদ ভেনিস বিএনপির সম্পাদক কামরুজ্জামান বাবু । স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিদ্দিকুর রহমান। মিলান- গাল্লারাতে বি এন পির জনাব সেলিম । নেতৃবৃন্দরা অফিস সম্মুখে রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ স্লোগান দেন এবং অবিলম্বে বাকশালী সরকারকে ক্ষমতা থেকে নেমে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রথা অনুযাই দেশে জাতীয় নির্বাচনের দাবি জানান । কর্মসূচিতে মিলান বিএনপি , স্বেচ্ছাসেবক দল , যুবদল, ভেনিস বিএনপি , মিলান- গাল্লারাতে বিএনপি সহ জাতীয়তাবাদী দলের আদর্শের অনুসারীরা উপস্থিত ছিলেন । আয়োজিত এই কর্মসূচি সুষ্ঠ সুন্দর ভাবে সফল করার জন্য মিলান বিএনপির সভাপতি দলীয় নেতাকর্মীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
Discussion about this post