Home / প্রবাস / ইতালীতে মহিলা সমাজ কল্যাণ সমিতির ঈদ পূর্ণমিলনী ও আনন্দ ভ্রমণ

ইতালীতে মহিলা সমাজ কল্যাণ সমিতির ঈদ পূর্ণমিলনী ও আনন্দ ভ্রমণ

italy womenহেনা আক্তার (ফাহিমা),ইতালীঃ ইতালিতে ঈদ পরবর্তী আনন্দে মেতে উঠেছে বিভিন্ন সংগঠন। মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী ঈদ পূর্ণমিলনী ও আনন্দ ভ্রমণের আয়োজন করে। প্রবাসে নারীদের কর্মব্যস্ততার মধ্যে একটু আনন্দ পেতে সমুদ্র সৈকত ভ্রমনে যায়। সমিতির সদস্যরা এতে অংশগ্রহন করে। মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর সভাপতি লায়লা শাহ এবং সৈয়দা শামীমা জামানের নেতৃত্বে রোমের তরপিনাত্তারা থেকে বাস যোগে যাত্রা করে। রোমের অদূরে সাগর ও পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লাগো ( স্পেরলোঙ্গা ) পর্যটন কেন্দ্রে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত হয়।সেখানে দুপুরের খাবার শেষে লেকের মনোরম দৃশ্য (লাগো স্পেরলোঙ্গা ) বিচের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, দল বেঁধে সমুদ্র স্নান, সাঁতার, বেলাভূমিতে ফুটবল, শিশুদের দৌড়, ভলিবল খেলাসহ নানা ধরনের খেলায় মেতে উঠে দিনব্যাপী।আনন্দ ভ্রমণে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নিলুফা বানু, সায়মা পিংকি, তাহমিনা আক্তার, রোকেয়া খাতুন মিরা, নাসরিন চৌধুরী, মাহবুবা আক্তার চৌধুরী বাবলি, মেহেনাজ তাবাস্সুম শেলি, মিলি, নার্গিস আক্তার, মনি আক্তার, ইফরোজা খানম ইফা , জেসমিন আম্বিয়া , সুরাহিয়া আক্তার, খুশবু , হেনা আক্তার ফাহিমা , সালমা পারভিন মণি, ফাতেমা বেগম, সুলতানা মাহমুদ সহ আরো অনেকেই। এছাড়াও আনন্দ ভ্রমণে আরো অংশগ্রহণ করেন বাংলাদেশী সাংবাদিক সমিতি ইতালীর সাধারন সম্পাদক এমডি রিয়াজ হোসেন, সুন্দরবন রেষ্টুরেন্টের সত্বাধীকারী জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ, ইতালী কেন্দ্রীয় যুবদল শাখার প্রচার সম্পাদক রবিন খান প্রমুখ। পরিশেষে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর সভাপতি লায়লা শাহ বলেন প্রবাসে ব্যস্ততার মাঝে একটু সুখের পরশ পেতে প্রতি বছর আমরা ঈদ পূর্ণমিলন সহ বিভিন্ন আয়োজন করে থাকি। সবাইকে বিনোদন দিতে এবং ক্লান্তি দূর করতে মহিলা সমাজ কল্যাণ সমিতির এ আয়োজন।

AMAN

bb

About admin

আরও পড়ুন...

পরদেশী বন্ধু মহল কুয়েতের উদ্যোগে বনভোজন

পরবাস জীবনের ব্যস্ততার চাপ কাটাতে কুয়েত প্রবাসীদের নিয়ে আয়োজন করা হয় এক প্রাণবন্ত আনন্দ ভ্রমণের। …