Home / বিশ্ব / ইন্টারনেটে পোস্টার তদন্তে এফবিআই ও পুলিশ-

ইন্টারনেটে পোস্টার তদন্তে এফবিআই ও পুলিশ-

ইন্টারনেটে একটি সিনেমার পোস্টার ছড়িয়ে পড়েছে। তা নিয়ে যুক্তরাষ্ট্র পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্ত দল মাঠে এখন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই পোস্টারটিতে দেখা গেছে- নিউ ইয়র্কের একটি এলাকা। তাতে সিনেমার পোস্টারের ওপর যেভাবে লেখা থাকে সেভাবে লেখা ‘আল কায়েদা কামিং সুন ইন নিউ ইয়র্ক’। গতকাল ওই পোস্টারটির একটি বিশাল ছবি প্রকাশ করেছে অনলাইন ডেইলি মেইল। কিন্তু পুলিশ ও গোয়েন্দারা এখন খুঁজে পাওয়ার চেষ্টা করছে কারা ওই পোস্টার বানিয়েছে এবং কারাই বা তা বিতরণ করেছে। এফবিআই এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বলেছে, তাদের তদন্তে এখনও এ বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য ধরা পড়েনি। কিন্তু এই পোস্টারটিকে নিউ ইয়র্কবাসীর জন্য ফের হুমকি হিসেবে দেখা হচ্ছে। পোস্টারটি বেশ কতগুলো আরবি ওয়েবসাইটেও দেখা গেছে। এর মধ্যে রয়েছে মঁষভঁঢ়.পড়স। এতে আর্ট অ্যান্ড ডিজাইন সেকশনে এই ছবিটি পোস্ট করা হয়েছে।

আরও পড়ুন...

স্পেনে করোনার টিকা প্রদান শুরু

সাহাদুল সুহেদ, স্পেন: করোনাভাইরাস প্রতিরোধে স্পেনে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় …