দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে সরকার আবারও ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের নামে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে সরকার ইতিমধ্যেই সমালোচিত হয়েছে-এ কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনে ইভিএম ব্যবহার না করলে আওয়ামী লীগ হেরে যাবে। নজরুল ইসলাম খান বলেন, দুর্বলতা এড়ানোর জন্যই ইভিএম ব্যবহার করছে সরকার। রাষ্ট্র পরিচালনার সরকারের ৩ বছরের ব্যর্থতার সমালোচনা করে এ বিএনপি নেতা বলেন, সরকার নির্বাচনী ওয়াদা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন...
কুয়েতে সুনাম বয়ে আনবে দক্ষ জনশক্তি নার্স
বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। …