ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৯ জানুয়ারি (রেডিও তেহরান):- চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেছেন, ইরানের কাছ থেকে জ্বালানি তেল কেনা বৈধ বাণিজ্য। তিনি আরো বলেছেন, ইরানের সঙ্গে চীনের স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক রয়েছে এবং এর আওতায় তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য চলছে। বিশ্বের অর্থনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে হলে বৈধ বাণিজ্যকে রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন জিয়াবাও।
আজ বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইরান থেকে শুধুমাত্র চীন তেল কিনছে না, এ কাতারে আরো বহু দেশ রয়েছে। সে ক্ষেত্রে এ দেশটির ওপর কোনো ধরনের তেল নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা বিশ্ব অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলে তিনি ইঙ্গিত দেন।
চীনা প্রধানমন্ত্রী বলেন, বেইজিং সবসময় জাতিসংঘ প্রস্তাবের প্রতি শ্রদ্ধাশীল এবং মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র মুক্ত করার পক্ষে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির ওপর তেল নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে তখন জিয়াবাও এসব কথা বললেন। চীনের মোট তেল চাহিদার শতকরা ১১ ভাগ সরবরাহ করে ইরান।
Discussion about this post