Home / বিশ্ব / ইরানে হামলা হবে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ভুল : ফিদেল ক্যাস্ট্রো

ইরানে হামলা হবে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ভুল : ফিদেল ক্যাস্ট্রো

কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো বলেছেন, ইরানে হামলা করা হলে তা হবে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ভুল। কিউবার রাষ্ট্রীয় মুখপত্র দৈনিক গ্রানমায় প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন-ব্য করেছেন। তিনি আরো লিখেছেন, ইসরাইল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে প্রকাশ্যেই হামলার হুমকি দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র এ ধরনের হামলার উপযোগী বোমা তৈরির জন্য শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। কিন’ ইসরাইলের সাথে সমন্বয়ের ভিত্তিতে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালিয়েই বসে, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে মারাত্মক ভুল। ক্যাস্ট্রো লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সশস্ত্র বাহিনী সম্পর্কে ভুল ধারণা করছে। কারণ ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা ধর্মীয় নীতিমালায় বিশ্বাসী এবং যুদ্ধের সংস্কৃতির সাথে পরিচিত। কাজেই ইরানিরা মার্কিনিদের প্রতি গুলি না ছুড়েই আত্মসমর্পণ করবে- এমন ভাবা সঠিক নয়। তিনি বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করেনি। তবে ইসরাইলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ওই সব অস্ত্র তৈরি করেছে। ইরানের শানি-পূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ক্যাস্ট্রো বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি অর্জনের অর্থ পরমাণু অস্ত্র তৈরি করা নয়। সামপ্রতিক সময়ে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ তুলে ইসরাইল, ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্রকে দিয়ে হামলা শুরুর চেষ্টা চালাচ্ছে। তবে ইরান বলেছে, হামলা করলে ইসরাইল এক সপ্তাহের কম সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তেহরান পরমাণু অস্ত্র তৈরির অভিযোগও প্রত্যাখ্যান করেছে।

About

আরও পড়ুন...

কুয়েতে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটি সহ বিদেশে বাংলাদেশ দূতাবাস …