পহেলা বৈশাখকে সামনে রেখে বাড়তি চাহিদার কারণে প্রায় ইলিশ শূন্য বাজার। বেগুন, ধনেপাতা, গ্রীষ্মকালীন অন্যান্য ফলের দামও বেড়েছে আরেক দফা। বাড়তি দামের কারণে বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিতে বাজার সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। অন্য দিকে পাইকারি ব্যবসায়ীরা ভুলে যেতে বসেছেন হালখাতা সংস্কৃতি। পহেলা বৈশাখে বাঙ্গালী পান্তা-ইলিশ খাবেনা এমনটা কি ভাবা যায় ? আর তাইতো নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিতে সাধারণ মানুষের ভীড় বাজারে। যতো দামই হোক কিনতে হবে ইলিশ। তবে প্রজনন মৌসুম বলে নিষেধাজ্ঞা আছে ইলিশ ধরায়, তার উপর আবার এই বাড়তি চাহিদা। সব মিলিয়ে ইলিশ যেন সোনার হরিণ। এতটা বাড়তি দামের কারনে শেষ পর্যন্ত পান্তা-ইলিশ খাওয়ার চিন্তাই বাদ দিয়েছেন অনেকে। এদিকে ইলিশ মাছের সঙ্গে ধনে পাতা, কাচামরিচ, পেয়াজ, বেগুনের চাহিদাও একটু বেড়েছে। বেড়েছে দেশি কাঁঠাল-তরমুজের চাহিদা। সঙ্গে বেড়েছে দামও। অন্যদিকে পহেলা বৈশাখে হাল খাতার প্রচলন থাকলেও, তা অনেকটাই ভুলে যেতে বসেছেন দোকানিরা। তবে নিত্যপন্যের দাম যাই হোক, পহেলা বৈশাখ হবে সবার জন্য আনন্দময়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
Discussion about this post