সরকার যদি ইলিয়াস আলীর সন্ধান বা ফিরিয়ে না দিলে, লাগাতার হরতাল এর মতো কর্মসূচি দিবে বিএনপি।শুক্রবার বিকালে মহানগর বিএনপির যৌথসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের রোববারের হরতাল প্রত্যাহারের অনুরোধ নাকচ করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হুমকি দেন।
তিনি বলেন, ‘‘৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে, ইলিয়াস আলীকে এখনো পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী রোববারের হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। আমরা বলবো, যে মুহূর্তে তাকে হাজির করা হবে সেই মুহূর্ত থেকে হরতাল প্রত্যাহার করা হবে। অন্যথায় লাগাতার হরতাল চলবে।’’
নয়া পল্টনে দলের মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে এই যৌথসভা হয়। রোববারের হরতাল কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করতে এই যৌথ সভা হয়। এসভায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাবেক ওয়ার্ড কাউন্সিলররা ছাড়াও নতুন গঠিত ১৮ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘এভাবে গুম ও হত্যা-নির্যাতন চালিয়ে আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। যত গুম ও হত্যা করেন না কেনো, জনগণ আরো শক্তিশালী হবে।’’
সরকারকে নির্যাতনের পথ থেকে সরে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ‘‘এখনো সময় আছে, নির্যাতনের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসুন। দেশকে অন্ধকার সুরঙ্গের দিকে ঠেলে দেবেন না। এর পরিণতি শুভ হবে না।’’
দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ‘গুম’ হয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘ইলিয়াস আলীর মতো নেতার যেখানে জীবনের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। প্রধানমন্ত্রী ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনাকে ‘নেত্রী লুকিয়ে রেখেছেন’ বলে উপহাস করেছেন। প্রধানমন্ত্রীকে বলবো, বিএনপি লুকিয়ে রাখার রাজনীতি করে না। ওই ইতিহাস আওয়ামী লীগের রয়েছে।’’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বরেন, ‘‘প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর তার দায়িত্ব দেশের মানুষের নিরাপত্তা দেয়া। অবশ্যই নিখোঁজ ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে।’’
বৃহস্পতিবার নয়া পল্টনে দলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলা ও মামলা দায়েরের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘এভাবে আন্দোলনকে রুখতে পারবে না সরকার। দেশের মানুষ আজ জেগে উঠেছে।’’
রোববারের হরতাল সফল করার আহবান জানিয়ে তিনি মহানগরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘‘আজ ইলিয়াস আলী গুম হয়েছে। কাল আমিও নিখোঁজ হয়ে যেতে পারি। তাই এখন আর চুপ করে বসে থাকার সময় নেই। হরতালে আমাদের সবাইকে রাস্তায় নেমে আসতে হবে।’’
শনিবার রাজধানীর সব ওয়ার্ডে ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে মিছিল কর্মসূচি সফল করার আহবানও জানান ফখরুল।
মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে যৌথসভায় ১৮ দলীয় জোটের পক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মহানগর যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, আবু সাঈদ খান খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বক্তব্য রাখেন।
খেন।
Discussion about this post