মোবারক বিশ্বাস ঃ বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে ডাকা হরতাল পাবনার ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এ সময় পৌর শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ভ্যান,রিক্সা চললেও বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। সোমবার হরতালের সমর্থনে পৌর শহরের বিভিন্ন স্থানে বিএনপির নেতৃত্বে যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা পিকেটিং করে। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর মোজাহিদ স্বপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি শামসুল হক,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুরুজ,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল রেজা,সাধারণ সম্পাদক আলতাব হোসেন,পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু,উপজেলা সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান খান দুলাল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আখিরুজ্জামান মাসুম,যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান ফারুক,স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল ইসলাম মোজাম, গোলাম আযম জুয়েল,ইসরাইল হোসেন প্রমুখ। বক্তারা, বিএনপির নিখোঁজ কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীকে খুঁজে না পাওয়া পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে মাঠে থাকার ঘোষণা দেন।
পাবনা সাঁথিয়ায় ২দিনে বিএনপি নেতাসহ ৬ জন গ্রেফতার
মোবারক বিশ্বাসঃ পাবনার সাঁথিয়ায় থানা পুলিশ গত ২দিনে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি নেতা ও জামায়াত সমর্থকসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো সাঁথিয়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও হেঙ্গুয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে শামসুজ্জামান নান্নু (৩৫), বিএনপি সমর্থক শালঘর গ্রামের আলহাজ্ব জুরান ফকিরের ছেলে আবুল হোসেন (৫০) ও জামায়াত সমর্থক সাতবিলা গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে দুলাল হোসেন (২৮),বন্দীরামচরের আনছার আলীর ছেলে সোহেলরানা (২২), দৈৗলতপুর গ্রামের শাহজাহানের ছেলে মেহেদী মিয়া (২৬) ওএকই গ্রমের মৃত জয়নালের ছেলে জিল্লুর রহমান (২৬)। জানা যায়, বিএনপি’র ডাকা হরতালকে সামনে রেখে অরাজকতা ও নাশকতা মুলক কর্মকান্ড ঘটানোর আশংকায় গত শনিবার ও রবিবার মধ্যরাতে সন্দেহ জনকভাবে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক সরকার জানান। গ্রেফতারকৃতদেরকে পাবনা আদালতে প্রেরণ করেছে।
পাবনা চাটমোহরে ২য় দিনের হরতাল শান্তিপূর্ন ভাবে পালিত
মোবারক বিশ্বাস ঃ বিএনপিসহ ১৮ দলীয় জোট আহুত ২য় দিনের হরতাল চাটমোহরে শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আরজ খানের নেতৃত্বে বিএনপি কর্মীরা মিছিল বের করে। একপর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বিএনপি ও ছাত্রদল কর্মীরা বিচ্ছিন্নভাবে হরতালের সমর্থনে পিকেটিং করে। পুলিশ পৌর এলাকার প্রধান প্রধান এলাকায় অবস্থান নেয়। হরতাল চলাকালে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বাস ট্রাক চলাচল করেনি।
Discussion about this post