Home / দেশ / বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস নিখোঁজ : রোববার সারাদেশে হরতাল-

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস নিখোঁজ : রোববার সারাদেশে হরতাল-

রোববার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি। দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। বিএনপি’র সিনিয়র নেতাদের সঙ্গে চেয়ারপার্সন খালেদা জিয়ার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক থেকে বের হয়ে ভারপ্রাপ্ত মহাসচিব হরতালের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা বৈঠকে অংশ নেন। বৈঠকে বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও শনিবার ঢাকাসহ সারা দেশের মহানগরী জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করারও সিদ্ধান্ত হয়। বুধবার রাত ৮টায় বিরোধী দলীয় নেত্রীর রাজনৈতিক কার্যালয় গুলশানে এ বৈঠক বসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মওদুদ আহমেদ, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমকে আনোয়ার, ড. আর এ গণি, আ স ম হান্নান শাহ, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ বৈঠকে অংশ নেন।

About

আরও পড়ুন...

চট্টগ্রামে ক্যাব’র উদ্যোগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ক্যাব’র উদ্যোগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। ভোক্তাদের মাঝে শিক্ষা ও …

error: Content is protected !!