ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার দ্বি বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪শে জানুয়ারি) কুয়েত সিটির রাজধানী হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম সরোয়ার সিরাজীর পরিচালনায় ও সভাপতি শায়খ আব্দুর রহমান জামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের উপদেষ্টা শায়খ আব্দুল্লাহ আল-হারুন।
বিশেষ অতিথি ছিলেন, হাফেজ মোহাম্মদ আইয়ুব, হাফেজ সাদ উদ্দিন, শেখ জাফর বিন মুসা, মাওলানা তারেক নুর প্রমুখ।
সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ড ও কোরান-সুন্নার আলোকে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ জামাল উদ্দিন, মাওলানা ইসমাইল, মাওলান নুরুল আফসার, মাওলানা আব্দুল কাদের সহ অনেকে।
অনুষ্ঠান চলাকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহা সচিব অধ্যাপক হাফিজ মাওলানা ইউনুছ আহমেদ ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে মাওলানা আব্দুল মুমিনকে সভাপতি ও মাওলানা সৈয়দ জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদকের পদে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
শেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Discussion about this post