স্টাফ রিপোর্টার: গতকাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কমিল্লা জোনের উদ্যোগে জোনের অধীনস্ত শাখা সমূহের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট অফিসার ও সহকারী প্রজেক্ট অফিসারদের নিয়ে পল্লী উন্নয়ন প্রকল্প সম্মেলন ইসলামী ব্যাংক কুমিল্লা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান জালাল উদ্দীন আকবরের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের পল্লী উন্নয়ন বিভাগের প্রধান এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আশেক আহমেদ জেবাল। এছাড়া প্রধান কার্যালয়ের ইনফরমেশন ও কমিউনিকেশন এন্ড টেকনোলজি ডিভিশন এর সিনিয়র অফিসার রাকিবুল ইসলাম,পল্লী উন্নয়ন বিভাগের সিনিয়র অফিসার মোহাম্মদ সেলিম সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন-দেশের আর্থ সামাজিক উন্নয়নে পল্লী এলাকার জনগনের অবদান অনস্বীকার্য। পল্লী এলাকার পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে ইসলামী ব্যাংক পল্লী এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাছাড়া ইসলামী ব্যাংক সরকারের পাশাপাশি ১৯৯৫ সাল থেকে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শক্তিশালী ভূমিকা রেখে চলছে। দেশের প্রতিটি গ্রামকে দারিদ্র মুক্ত করতে ইসলামী ব্যাংক নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে।
Discussion about this post