মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত সিটিঃ যুদ্ধকবলিত ইয়েমেনের মৃত্যুকূপ থেকে বাংলাদেশীদেরকে উদ্ধার করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আসহাব উদ্দিন, এনডিসি, পিএসসি’র নেতৃত্বে একটি দল কুয়েত থেকে সেদেশে যান। রাষ্ট্রদূত সহ উদ্ধার দলটিতে কাউন্সিলর এস এম মাহবুবুল আলম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, এসিও মহিবুর রহমান এবং নুর মোল্লা সে দেশে যান। ইয়েমেনে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশীদের জিবুতিতে এনে সেখান থেকে প্রায় পাঁচ শতাধিক প্রবাসীকে বিভিন্ন ভাবে দেশে পাঠান। এর মধ্যে ২৯ জন কে আইওএম এর মাধ্যমে, ২৩ জনকে বিভিন্ন ফ্লাইটে এবং ৩৭৩ জনকে সমুদ্র পথে ইন্ডিয়ার কচি – কেরাল্লা দিয়ে বিমান যোগে দেশে পাঠান। সর্বশেষ ২১ এপ্রিল ২০১৫ তারিখে ১৩৬ জনকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের পালকি যোগে জিবুতি থেকে সরাসরি ঢাকা পাঠান। ২২ এপ্রিল কুয়েত স্থানীয় সময় সকাল ১১টায় রাষ্ট্রদূত কুয়েত পৌঁছালে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ফুল দিয়ে বরণ করেন কুয়েত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। যুদ্ধকবলিত ইয়েমেন বিপদ্গ্রস্থ প্রবাসিদের সফল ভাবে উদ্ধার করতে রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি এবং অন্যান্য কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিনন্দন জানান কুয়েত প্রবাসীরা। দূতাবাস কর্তৃপক্ষ সংবাদদাতাকে জানান এখনো জিবুতিতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এস এম মাহবুবুল আলম, এসিও মহিবুর রহমান এবং নুর মোল্লা বাংলাদেশ সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সে দেশে অবস্থান করবেন।
Discussion about this post