মোঃ আমান উল্লাহ আকন্দন জাহাঙ্গীর ময়মনসিংহ প্রতিনিধি: ঈশ্বরগজ্ঞ আঠারবাড়ী ইউনিয়নকে পৌর শহরে উন্নীত করার দাবীতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে কয়েক শত নারী পুরুষের উপস্থিতি এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আমিন ইউ সিদ্দিকী মোহাম্মদ আলী, আঃ রহিম ভূইয়া, হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য আলী, আক্কু মেম্বার, সাইদুল মেম্বার, আনোয়ার মেম্বার, মিনা মেম্বার, এমদাদুল হক ভ’ইয়া, রতন ভ’ইয়া, সোহেল, স্বপন, শহিদ, মানিক, বিল্পব, অপু, আনোয়ার হোসেন, কামরুল প্রমূখ। জানাযায়, র্দীঘ দিন যাবত ঈশ্বরগজ্ঞ আঠারবাড়ী ইউনিয়নকে পৌর শহরে উন্নীত করার দাবী জানিয়ে আসছে স্থানীয় এলাকাবাসী। এ দাবীর প্রেক্ষিতে বর্তমান সরকার চলতি বছরের ২২ মে একটি গেজেট প্রকাশ করেছে।
Discussion about this post