ইয়াছিন মোহাম্মদ সিথুন; ডোমার, নীলফামারী) : নানা রংবেরং এর আয়োজনে এবং উৎসব মুখর পরিবেশে নীলফামারীর ডোমারে পালিত হলো বাঙ্গালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ। শনিবার দিবসটি উদযাপনে সকালে ডোমার বাজার থেকে উপজেলা পরিষদ, পৌরসভা ও ডোমার নাট্য সমিতির উদ্যোগে একটি বর্ণ্যাঢ্য র্যালী শহর প্রদক্ষীণ করে। র্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাaহী অফিসার নাজমুল হুদা, পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, কাউন্সিলরবৃন্দ, নাট্যসমতির নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করে। র্যালী শেষে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিঠানের ছাত্রছাত্রীদের ডিপ্লে প্রদর্শন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা (হরিণচড়া ইউনিয়ন দল) ও হাডুডু খেলা হয়। হাডুডু খেলায় অংশগ্রহণ করে ডোমার সদর ইউনিয়ন বনাম ডোমার পৌরসভা ও বামানিয়া ইউনিয়ন বনাম পাঙ্গামটকপুর ইউনিয়ন। দিনব্যাপি চলে ুবৈশাখী বাহারের পিঠা, পাইস, পান্তা ইলিশের আসর। সন্ধ্যায় ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎযাপন কমিটির সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
Discussion about this post