রুদ্র অয়ন এর কবিতা –
একই সুতোয় গাঁথা
সুন্দরী ওগো প্রেয়সীতমা
মিষ্টি তোমার হাসি,
মায়ায় ভরা মুখটা তোমার
বড্ড যে ভালোবাসি।
ভালোবেসে পাশেই থেকো তুমি
ছেড়োনা কখনো হাত,
এক সাথে বাঁচবো দু’জন
জীবনের দিন রাত।
আমার জীবনে তুমি প্রথম
ধরেছিলে ওগো হাত,
ভালোবেসেই আমরা দু’জনে
করবো যে বাজিমাত।
সারাটা জীবন তোমার বুকে
রাখতে যে চাই মাথা,
আমাদের এই জীবন হোক
একি সুতোয় গাঁথা।