Home / শীর্ষ সংবাদ / একদিন পর সূচক ঊর্ধ্বমুখী

একদিন পর সূচক ঊর্ধ্বমুখী

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে ৪,৭৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সকালে সূচকের তীব্র ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে যায় এবং ১৮ মিনিটের দিকে সূচক কমে যায় ১০ পয়েন্ট। আধা ঘণ্টা শেষে সূচক বেড়ে যায় ১০ পয়েন্ট। দুপুর সাড়ে ১২টার দিকে সূচক বাড়ে ৭০ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার একটু কমে দুপুর একটার দিকে দাঁড়ায় ৫৭ পয়েন্ট। ডিএসইতে আজ মোট ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৩টিরই দাম বেড়েছে, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৪৪২কোটি টাকার লেনদেন হয়েছে। দিনের শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, বেক্সিমকো, এমজেএল বাংলাদেশ, যমুনা অয়েল, এমআই সিমেন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., বিএসআরএম স্টিল, কেয়া কসমেটিকস, প্রাইম ব্যাংক এবং তিতাস গ্যাস।

About

আরও পড়ুন...

কুয়েতসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু মঙ্গলবার

কুয়েত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রবিবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে ১২ এপ্রিল ৩০ …

error: Content is protected !!