এফএনএস : এবার ঢাকার বাণিজ্য মেলা থেকে ভ্যাট বাবদ এক কোটি ৩৩ লাখ ২০ হাজার ২০৫ টাকা আদায় হয়েছে ।মেলায় ভ্যাট সংগ্রহের দায়িত্বে থাকা সোনালী ব্যাংকের অস্থায়ী শাখার ব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, মেলায় অংশ নেওয়া দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর ৩০দিনের বিক্রির বিপরীতে এই ভ্যাট এসেছে। মাসব্যাপী এ মেলায় এবার প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, সাধারণ স্টল, রেস্তোরাঁ, একটি বিনোদন পার্কসহ ৫০৬টি স্টল ছিল।১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেয়। গত বছর ১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠানের মোট ৫০৫টি স্টল ছিল বাণিজ্য মেলায়। এক মাসের বিকিকিনিতে ভ্যাট আদায় হয়েছিল এক কোটি ২৩ লাখ টাকা।
এই হিসাবে মোট আদায় সামান্য বাড়লেও এবার ভ্যাটের হার ছিল গত বছরের দ্বিগুণ। গত বছর মেলায় বিক্রির ওপর ২ শতাংশ হারে ভ্যাট দিতে হলেও এ বছর ৪ শতাংশ হারে আদায় করা হয়েছে। এ কারণে এক কোটি ৩৩ লাখ টাকা আদায়কে যথেষ্ট বলে মনে করছেন না সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেছেন, মেলায় যে সংখ্যক দর্শক-ক্রেতা এসেছেন, সেই হিসাবে ভ্যাটের পরিমাণ আরও বেশি হওয়া উচিত ছিল। রেস্তোরাঁগুলোতে বিক্রির ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দেয়ার নিয়ম থাকলেও রেস্তোরাঁ মালিকরা বিক্রির সঠিক তথ্য ও সে অনুযায়ী ভ্যাট দেন না বলে অভিযোগ রয়েছে। অতিরিক্ত দাম রাখা এবং ক্রেতাকে বিক্রির রশিদ না দেয়ার অভিযোগে কয়েকটি রেস্তোরাঁকে একাধিকবার জরিমানাও করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
Discussion about this post