রোববার সকাল ১০টা থেকে একযোগে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত সৃজনশীল পদ্ধতিতে প্রথমদিনের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে।দুই হাজার ১৯৬টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হয়েছে বিদেশের চারটি কেন্দ্রেও। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ঢাকা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে। ব্যবহারিক পরীক্ষা ২৩ মে শুরু হয়ে ৬ জুন শেষ হবে। মোট পরীক্ষার্থীর মধ্যে এইচএসসিতে সাত লাখ ৫০ হাজার ৮৫২ জন। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে দুই লাখ ৩৫ হাজার ৭২০ জন, যশোরে এক লাখ সাত হাজার ৩৮০ জন, রাজশাহীতে এক লাখ ছয় হাজার ৮০০ জন, দিনাজপুরে ৮৭ হাজার ১৮৩ জন, কুমিল্লায় ৭৮ হাজার ৮৯৩ জন, চট্টগ্রামে ৫৪ হাজার ৪৫৩ জন, বরিশালে ৪২ হাজার ৬৮০ জন ও সিলেট শিক্ষা বোর্ডে ৩৭ হাজার ৭৪৩ জন পরীক্ষা দিচ্ছে। এ ছাড়া আলিমে ৮৫ হাজার ২২৬ জন, এইচএসসি বিএমে ৮৬ হাজার ৪১৫ জন এবং ডিআইবিএসে পরীক্ষার্থী চার হাজার ৩২১ জন।
Discussion about this post