Home / সাহিত্য / কবিতা / ওরা কি জানত? -মঈন উদ্দিন সরকার সুমন

ওরা কি জানত? -মঈন উদ্দিন সরকার সুমন

ওরা কি জানত?
-মঈন উদ্দিন সরকার সুমন

ঝড় বৃষ্টির বালা নেই, হঠাৎ
বেতারে ভেসে আসে আবহাওয়া বার্তা,
২, ৩ অথবা ৪নং সংকেত প্রতিনিয়তই,
উপকুল মানুষেরা প্রাকৃতিক এই বার্তার সাথে অতি পরিচিত
হয়ত তাই সাধারণ সংকেত,
তাদের মনে জাগায়না কোন ভীতি।

“উপকুলীয় অঞ্চল গুলিকে ১০নং মহাবিপদ সংকেত”
হুশিয়ারি বার্তা ভেসে আসে বিভিন্ন মিডিয়া থেকে।
প্রকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত হচ্ছে সকলে
কেউ বা আশ্রয় নিতে ছুটছে সাইক্লোন সেন্টারে।
গোলায় ভরা ধান আর পুকুর মাছে ভরা,
মাঠে কল্লোলিত শস্যের আবাদ
আঙিনায় তোলার অপেক্ষায়,
কি করে রক্ষা করে লুটেরাদের হাত হতে,
চার দিকে কৃষানের হা-হুতাশ।
ওরা সাদা মানুষ ওদের আছে মনুষত্ব
তাই ফেলে যেতে পারেনি
অতি আদরের পালিত গবাদী পশু গুলিকে।

ওরা কি জানত?
লুটেরাদের চেয়েও ভয়ানক
ক্রোধোন্নত সিডর ক্রমাগত আসছে ধেয়ে ওদের দিকে।

ওরা কি জানত?
প্রলয়ঙ্করী সিডর ধ্বংসস্তপে পরিনত করবে তাদের জন্মস্থান,
মূহুর্তে বিলিন করে দেবে তাদের কষ্টার্জিত স্বপ্ন।

ওরা কি জানত?
এভাবে নিবে যাবে তাদের জীবন প্রদীপ,
অবশেষে আত্মাবিহীন দেহখানী পরে থাকবে
প্রচ্ছদ হয়ে খরদগ্ধ মৃত্তিকার বুকে॥

About

আরও পড়ুন...

স্বাধীনতাবিরোধী অপশক্তির ধ্বংসাত্মক তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে দেশব্যাপী স্বাধীনতাবিরোধী অপশক্তির ধ্বংসাত্মক তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে …

error: Content is protected !!