দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন সাথির পিতা মরহুম আলতাফ হোসেন এর ২৪ তম মৃত্যুবার্ষীকি কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এলক্ষে মহেশখালীতে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল ২৩ মার্চ বাদে জুমা দৈনিক কক্সবাজার মহেশখালী অফিস মিলনায়তনে মহেশখালী প্রেসক্লাবের উদ্দ্যোগে প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাংবাদিক রমজান আলীর পরিচালনারয় অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাউছার হোসেন, বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার ওসি রন্জিত কুমার বড়�য়া, মহেশখালী থানার ওসি(তদন্ত) নাছির উদ্দিন, মহেশখালী থানার সেকেন্ড অফিসার জহিরুল আনোয়ার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, মুক্তিযোদ্ধা মহেশখালী কমান্ড কাউন্সিল সভাপতি মুক্তিযোদ্ধা সালেহ আহমদ, প্রথম আলো প্রতিনিধি রুহুল বয়ান, পৌর কাউন্সিলার ও সমকাল প্রতিনিধি মোহাম্মদ শাহাব উদ্দিন, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, পিটিবি নিউজ জেলা প্রতিনিধি কবি কালাম আজাদ, দৈনিক হিমছড়ি প্রতিনিধি ডাক্তার মৌলানা রুহুল কাদের, দৈনিক সকালের খবর প্রতিনিধি হারুণর রসিদ, দৈনিক সমুদ্রকন্ঠ প্রতিনিধি এম. বশির উল্লাহ ও দৈনিক সমুদ্র বার্তা প্রতিনিধি এম. ছালামত উল্লাহ প্রমুখ। সভায় মাইটিভির চেয়ারম্যানের পিতা মরহুম আলতাফ হোসেন জীবনী তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন মাইটিভির কোস্টাল কররোসপন্ডেন্ট মাহবুব রোকন। সভায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মহেশখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে উপস্তিত লোকজনের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
Discussion about this post