Home / কুয়েত / কবিতা আর কৌতুক হাসির মধ্যদিয়ে কুয়েত প্রবাসী লেখকদের ঈদ

কবিতা আর কৌতুক হাসির মধ্যদিয়ে কুয়েত প্রবাসী লেখকদের ঈদ

বাংলার বার্তাঃ প্রবাসী সাহিত্য পরিষদ, কুয়েত এর উদ্যাগে কুয়েত প্রবাসী লেখকদের ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়। ৬ জুলাই বুধবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে এই আড্ডা অনুষ্ঠিত হয়। মরুর বুকে কর্ম ব্যস্ততার মাঝেও প্রবাসী লেখকদের মাঝে এই আড্ডা ঈদের আলাদা আনন্দ বয়ে আনে। প্রবাসে যারা ঈদ করেন তারা ঈদে ছুটির দিনে বন্ধুরা মিলে গ্রুপ বেঁধে একত্রে আড্ডা দেয় বিভিন্ন পার্ক, মার্কেট, হোটেল কিংবা সাগরপাড়ে।সারাদিন বন্ধুদের সাথে বেড়ানো পর রাতে জমে আড্ডা। কুয়েত প্রবাসী লেখকদের মাঝেও যেন এই জম্পেশ আড্ডা মুখ ফেরাতে পারেনি। উম্মুক্ত আড্ডায় প্রধান অতিথি কিংবা সভাপতির আসন ছিল না। ঈদ মানেই আনন্দ আর এই আনন্দে শরীক হতে আসা সব লেখকদের একই কাতারে বসানো সেইসাথে অনুষ্ঠানে ভিন্ন আমেজ সৃষ্টিতেই ব্যতিক্রমধর্মী সিন্ধান্ত। সংগঠনের সাধারণ সম্পাদক-কবি সেলিম রেজার উপস্থাপনায় অংশ নেন কবি রফিকুল ইসলাম ভুলু, কবি আব্দুর রহিম, কবি ও সাংবাদিক শেখ এহ্‌ছানুল হক খোকন, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, কবি মনিরুল হক এমরান, মাসুদ করিম, মোহাম্মদ আব্দুল হাই ভূঁইয়া, সাংবাদিক মিজান আল রহমান, এইচ, এম ফারুক, এম এম মিঠু, এ, কে আজাদ নূর, মাহমুদুর রহমান মাহমুদ, বি, এম টোকন, মোহাম্মদ ইসমাইল, রফিকুল ইসলাম রানা প্রমুখ। ঈদের আনন্দ আড্ডায় চলে কবিতা আবৃত্তি, রম্য রচনা, কৌতুক, হাসির গল্প ইত্যাদি। কবিতাগুলি মূলতঃ রমজান বিন মোজাম্মেল সাত জন কবি’র কবিতা সংকলন ‘সাত তারার ময়ূখ’, রফিকুল ইসলাম ভুলু’র সম্পাদনায় ‘মরুপ্রান্তরে’ ও জামিল হোসেন এর সম্পাদনায় ‘মরুকাব্য’ এবং কবি সেলিম রেজা সম্পাদিত সাহিত্যের কাগজ ‘মৃত্তিকা’ থেকে কবিতা পাঠ করে প্রবাসী লেখকরা।

About

আরও পড়ুন...

ডার্ক চকলেট’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রবাসে থেকেও বাংলাদেশে বই বের করা যায়? কত শত ঝক্কি ঝামেলা! প্রুফ রিডিং, প্রিন্টিং, প্রকাশনা …