মঈন উদ্দিন সরকার সুমন: আর দেশে যাওয়া হল না কবিরের। সহকর্মীদের সূত্রে জানা যায় দীর্ঘ ১৩/১৪ বছর কুয়েত প্রবাসী জীবন কাটান কবির আহমদ। এর মধ্যে কয়েক বছর থেকে অবৈধ অভিবাসী হিসেবে ছিলেন। কুয়েত সরকার ঘোষিত সাধারণ ক্ষমা ঘোষণা দেয়ার পর ট্রাভেল পারমিটের জন্য গত তিন পূর্বে বাংলাদেশ দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কর্মস্থল আবদালী ফেরার পথে গাড়িতে ব্রেইন স্ট্রোক করলে আল জাহরা হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশনও করা হয় বলে জানা যায়।
শুক্রবার রাত ১১ টায় চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার দেশের বাড়ী সাতক্ষীরা শ্যামনগর থানার ৫নং কৈখালী ইউনিয়নের ১নং ওয়াডের মোঃ হযরত আলী গাজীর পুত্র কবির হোসেন। রোববার দূতাবাস থেকে আউট পাস (ট্রাভেল পারমিট) নিয়ে দেশে যাওয়ার আশা করেছিল কবির। এই নিয়ে এক সাপ্তায় ৫ জন কুয়েত প্রবাসী হার্ট ও ব্রেইন স্ট্রোকে মারা গেল।
Discussion about this post