ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন থেকে ফেলে ৩জনকে হত্যার ঘটনায় গত ৪ দিনেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গত শনিবার পুলিশ আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে। তার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারের পর আনোয়ারের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। এছাড়া যে দু’টি গ্রুপকে টার্গেট করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারেও চেষ্টা চলছে। নিহতদের সঙ্গে কারো শত্রুতা ছিলনা কিনা কিংবা ওই শত্রুতা বশত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে ডাকাতি শেষে ডাকাতরা ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় পাঁচজনকে ফেলে দিলে তিনজন মারা যান। এ ঘটনায় ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। রাতেই নিহত সাহানা বেগমের স্বামী মোসলেম মিয়া বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন...
কুয়েতে সুনাম বয়ে আনবে দক্ষ জনশক্তি নার্স
বাংলার বার্তাঃ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েত, এখানে দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ জনশক্তির রয়েছে অসংখ্য চাহিদা। …