মুর্শিদাবাদের বহরমপুরের বিখ্যাত মূকাভিনয় ও নাটক শিল্পী সুজিত কুমার দাস লকডাউনে বহরমপুর শহরের রাস্তায় ও অলিগলিতে মূকাভিনয় প্রদর্শন করে এবং নিজে গান রচনা করে সুর দিয়ে ঢোল বাজিয়ে নেচে অভিনয় করে করোনা ভাইরাস প্রতিরোধ ও লকডাউন নির্দেশ মেনে চলতে জনসাধারণকে সচেতন করে “করোনা যোদ্ধা” হিসাবে ভারতবর্ষে নজির স্থাপন করেছেন। রাজ্যপাল মহোদয় কর্তৃক পশ্চিমবঙ্গ সরকারের স্বর্ণপদক প্রাপ্ত ও কোলকাতা রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব থেকে পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী হিসাবে সুজিত কুমার দাস একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতা পালন করতে এই অনন্য উদ্যোগ গ্ৰহন করেছেন বলে জানিয়েছেন। তিনি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ছৌনৃত্যের ঢোলবাদ্যে জাতীয় মেধাবৃত্তি পেয়েছেন এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটক বিষয়ে স্নাতকোত্তর লাভ করেছেন। এছাড়া আরো সরকারি বেসরকারি বহু পুরস্কার, সম্মান, সংবর্ধনা পেয়েছেন। বহরমপুরের CAMELIA সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে সাড়াবছর তাঁকে বিভিন্ন সাংস্কৃতিক ও সমাজসেবার কাজে নিবিড় ভাবে যুক্ত থাকতে দেখা যায়। লকডাউনে ভারতবর্ষে হিসাবে সুজিত কুমার দাসই প্রথম মূকাভিনয় শিল্পী যিনি করোনা বিষয়ে পথে পথে মূকাভিনয় প্রদর্শন করে একজন দায়িত্বশীল “করোনা যোদ্ধা”র দৃষ্টান্ত স্থাপন করেছেন।
Discussion about this post