Home / দেশ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / কসবায় অক্টোবরে ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্ত হাট

কসবায় অক্টোবরে ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্ত হাট

নেপাল চন্দ্র সাহা কসবা থেকে : কসবা সীমান্তের ২০৩৯ পিলারের কাছে ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্ত হাট বসার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গত বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নামজা বেগমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, কসবা পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছ, কসবা থানা অফিসার ইনচার্জ মো: বদরুল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট একেএম আজিজুর রহমান ও বিজিবি কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিনিধি দল সীমান্ত হাটের স্থান পরিদর্শন করেন।
সীমান্ত হাটের তদারকি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান জানান, কসবা সীমান্তে দুই দেশের মিলিত হাট বসবে। বাংলাদেশ – ভারতের কি কি পণ্য হাটে বিক্রি হবে এবং কারা বিক্রি করবে এ নিয়ে প্রস্তুতি বৈঠকে আলোচনা হয়েছে। আগামী অক্টোবর মাসে সীমান্ত হাট বসার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
উল্লেখ্য এ ব্যাপারে আগামী আগস্ট মাসে আরো একটি বৈঠক হবে বলে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান।
এদিকে সীমান্ত হাটকে কেন্দ্র করে দু’দেশের সীমান্তবর্তী মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

About

আরও পড়ুন...

কসবায় সামাজিক সংগঠন সবুজ সংঘের শুরুতেই ২০জন প্রতিবন্ধিকে মাসিক বৃত্তি প্রদান

আমরা ভালবাসি মানুষকে এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এলাকায় সামাজিক সংগঠন সবুজ …