কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান জানান, গত সোমবার (৩১ মার্চ) অনুষ্ঠিত চতুর্থ কসবা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত এড. মোঃ আনিসুল হক ভূইয়া মোটর সাইকেল প্রতীকে ৯৬৭৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মোহাম্মদ ইকলিল আজম আনারস প্রতীকে পেয়েছেন ৩০২১২ ভোট ।
ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত শাহীন সুলতানা টিয়া পাখি প্রতীকে ৭০১১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত সমর্থিত কাজী মোঃ সিরাজুল ইসলাম উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩৯৩৩২ ভোট ।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত মোসাম্মৎ বিলকিস বেগম হাঁস প্রতীকে ৯১৬৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত লুৎফুন নাহার ফুটবল প্রতীকে পেয়েছেন ৪১৩১১ ভোট ।
Discussion about this post