নতুন বছরের প্রথম দিনেই কসবায় উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বই বিতরনকে কেন্দ্র করে সারা কসবা ছিল প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদরাসা, সিনিয়র মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছাত্র, অভিভাবকদের উপচেপরা ভীর। কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন কসবা উজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুইয়া বকুল। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস। সময় কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে অতিথিগন বই তোলে দেন।
এদিকে কসবার প্রানকেন্দ্রে অবস্থিত সিডিসি স্কুলে বই বিতরণ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো: সোলেমান খান, উপস্থিত ছিলেন সহ-প্রধান শিক্ষক সন্ধ্যা রানী সাহা, তাছলিমা আক্তার কাকলী, সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুল, বিশিষ্ট ব্যবসায়ী শাহবাজ উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। নতুন বই পেয়ে ছাত্র-ছাত্রীরা ছিল আবেগে আপ্লুত। কনকনে শীত উপেক্ষা করে প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল আশা ব্যাঞ্জক।
গফরগাঁওয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাতীয় পার্টির (এরশাদ) ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় ইসলামিয়া সরকারী হাইস্কুল হলরুমে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন-উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক মোঃ মোশারফ হোসেন , পৌর জাতীয় পার্টির সভাপতি এস.এম হেলাল ফকির, জাতীয় যুব সংহতি নেতা নূরুল ইসলাম সরকার , মোঃ উজ্জল সহ আরো অনেকেই প্রমূখ।
Discussion about this post