অলিউল্লাহ সরকার অতুল; কসবা, ব্রাহ্মণবাড়িয়া: কসবা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে জনসচেতনতামূলক এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: কামাল বাশারের সভাতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইকবাল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান বলেন; এভিয়ান ইনফ্লুয়েঞ্জা পোল্ট্রি শিল্পের জন্য যেমন মারাত্মক তেমনি জনস্বাস্থ্যের জন্যও হুমকি স্বরূপ। তাই সর্বস্তরের লোকদের মধ্যে এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলতে হবে। তিনি আরো বলেন; পোল্ট্রি খামারগুলোতে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মৃত হাঁস-মুরগিকে দ্রুত মাটিতে পুঁতে ফেলতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: কামাল বাশার বলেন; বর্তমানে উপজেলায় ২৯টি পোল্ট্রি খামার চালু আছে এবং খামারগুলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মুক্ত রয়েছে। তিনি বলেন; এ ব্যাপারে প্রাণিসম্পদ দপ্তর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। মতবিনিময় সভায় পোল্ট্রি খামারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post