মো. অলিউল্লাহ সরকার অতুল, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কলেজ ছাত্র হত্যাসহ দুটি খুনের মামলার আসামী দুর্ধষ শাহজাহান মিয়া (৫০)কে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। গত শুক্রবার (১১ জানুয়ারি) রাতে গোপীনাথপুর নতুন বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার (১২ জানুয়ারি) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। গ্রেপ্তার হওয়া শাহজাহান মিয়া (৫০) কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত আনছর আলীর পুত্র। কসবা থানা পুলিশ সূত্রে জানা গেছে; কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের আবদুল ছাত্তার মিয়ার পুত্র গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম ডিগ্রী কলেজের ছাত্র মো. সহিদুল ইসলাম ২০১০ সালের ১৯ মার্চ রাতে আখাউড়ার মনিয়ন্দ এলাকায় খুন হয়। গ্রেপ্তার হওয়া শাহজাহান মিয়া ওই মামলায় চার্জশীট ভুক্ত আসামী। দীর্ঘ দিন ধরে শাহজাহান মিয়া পলাতক রয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধিন রয়েছে। সূত্র আরো জানা যায়; আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুরমুড়া গ্রামের মৃত এলাহী মিয়ার পুত্র নুরু মিয়াকে গত বছরের ২৬ সেপ্টেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়। ওই মামলায় শাহজাহান মিয়া ২ নং এজাহার ভুক্ত আসামী। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তকারী কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) কৃষ্ণলাল ঘোষ বলেন; গ্রেপ্তার হওয়া শাহজাহান মিয়া জয়পুরমুড়া গ্রামের নুরু মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। ৭ দিনের রিমান্ড চেয়ে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন; গ্রেপ্তার হওয়া শাহজাহান মিয়া গোপীনাথপুর কলেজের ছাত্র সহিদুল ইসলাম খুনের চার্জশীট ভুক্ত আসামী। দীর্ঘ দিন ধরে পলাতক রয়েছে। তাছাড়াও নুরু মিয়া হত্যা মামলা এজাহার ভূক্ত আসামী। সে এলাকায় দুর্ধষ হিসাবে পরিচিত।
Discussion about this post