Home / দেশ / কসবায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

কসবায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ‘শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল’ স্লোগানকে সামনে রেখে কসবায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের নেতৃত্বে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে শেষ হয়ে।
উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. জামাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন; সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন, হালিমা বেগম, জন্নাতুল খুলদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নাজির আহাম্মদ ও আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

About

আরও পড়ুন...

কুয়েতসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু মঙ্গলবার

কুয়েত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রবিবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে ১২ এপ্রিল ৩০ …

error: Content is protected !!